
ইদ্রিস আলী ## মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে সামরিক শক্তির নিরিখে বিশ্বে প্রথম স্থান দখল করল চীন। তালিকায় চতুর্থ স্থানে ভারত, বলছে সাম্প্রতিক সমীক্ষা। রবিবার প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ ওই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এনেছে।
রিপোর্টে বলা হচ্ছে, প্রতিরক্ষা এবং সামরিক খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানে মার্কিন মুলুক। তৃতীয় স্থানে রাশিয়া। পঞ্চম স্থান দখল করেছে ফ্রান্স। ব্রিটেন রয়েছে নবম স্থানে। বাজেট বরাদ্দ, সক্রিয় এবং নিষ্ক্রিয় সেনাবাহিনী, বায়ু–জল–স্থল সীমানা, পারমাণবিক সম্পদ, সেনাদের গড় বেতন, অস্ত্রশস্ত্রের মতো বিভিন্ন বিষয় নজরে রেখেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে। ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেন্থ ইন্ডেক্স’ বা সামরিক শক্তি সূচক হিসেবে প্রত্যেকটি দেশকে ০ থেকে ১০০–এর মধ্যে নম্বর দেওয়া হয়, যার ভিত্তিতেই তৈরি হয় ওই তালিকায়। সেই তালিকায় চীনের নম্বর ১০০–এর মধ্যে ৮২। আমেরিকার ৭৪ এবং ভারতের ৬১।
রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর সামরিক খাতে আমেরিকার ব্যয়ের পরিমাণ ৭৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। চীনের সামরিক খাতে বাজেট বরাদ্দ ২৬ হাজার ১০০ কোটি ডলার এবং ভারতের ৭১ বিলিয়ন মার্কিন ডলার।