
স্টাফ রিপোর্টার ## অবশেষে তাঁর মন ফিরছে নিজের কাজের জায়গায়, সিনেমায়। ২৩ মার্চ ৩৪ এ পা দেবেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' কঙ্গনা রানাওয়াত। সেদিনই মুক্তি পাবে তাঁর অভিনীত 'থালাইভি'র টিজার। সবমিলিয়ে ভীষণ উত্তেজিত কঙ্গনা। সাত সকালে টুইট করে 'থালাইভি'র স্মৃতি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত 'থালাইভি' একটি পলিটিক্যাল ড্রামা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বড় পর্দার হিট নায়িকা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পথচলাই তুলে ধরা হবে সিনেমায়। ফলে সিনেমাতেও সমান তালে তাল মেলাতে গিয়ে প্রায় যুদ্ধ করতে হয়েছে কঙ্গনাকে। কীভাবে! শুটিংয়ের শুরুর দিকে একেবারে রোগা ছিপছিপে। তারপর খানিকটা ওজন বাড়িয়ে নায়িকার বেশে। এর পর ২০ কেজি ওজন বাড়িয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় টানা কয়েকমাস অভিনেত্রীকে শুটিং করতে হয়েছে। কিছুদিনের মধ্যেই আবার পুরনো কঙ্গনায় ফিরে আসতে যে শারীরিক কসরত তাঁকে করতে হয়েছে, সেই স্মৃতিই তুলে ধরেছেন কঙ্গনা। গত বছর ওয়েট ট্রান্সফরমেশন নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। সব মিলিয়ে দেশের বিভিন্ন বিষয়ে সর্বক্ষণ চিন্তিত থাকলেও, নিজের আসল কাজে ভালই মন আছে তাঁর। অভিনেত্রী কঙ্গনা বরাবরই ভীষণ প্রিয় অনেকের কাছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি নানা বিষয়ে মন্তব্য করেন, সকলের বিরোধিতা করেন, তাতে জনপ্রিয়তা খানিকটা কমেছে। কিন্তু জয়ললিতাকে যাঁরা ভালবাসতেন, তাঁরা সকলেই এই সিনেমার জন্য মুখিয়ে আছেন এই মুহূর্তে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho