শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

ইদ্রিস আলী ## তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঢাকা সফর।

সফরসঙ্গীসহ ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে।

এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়।

বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী যান সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।

এরপর ভুটানের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিন দিনের এই সফরে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচী রয়েছে। যেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

প্রকাশের সময় : ০২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
ইদ্রিস আলী ## তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঢাকা সফর।

সফরসঙ্গীসহ ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে।

এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়।

বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রী যান সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।

এরপর ভুটানের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিন দিনের এই সফরে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচী রয়েছে। যেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।