Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৫ মার্চ ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণার্থী নিয়ে মহা বিপাকে বাইডেন

বার্তাকন্ঠ
মার্চ ২৫, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে হুড়মুড়িয়ে আমেরিকায় ঢুকছে নানান দেশের শরণার্থী। আর বিশাল আকারের ওই শরার্থীদের নিয়ে মহা বিপাকে পড়েছেন মার্কিন রাষ্ট্রপতি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট বাইডেনকে প্রতিদিনই দক্ষিণ আমেরিকা থেকে আসা শরণার্থীদের অভিবাসন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

 

জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে যে বিশাল আকারের শরণার্থীর আগমন ঘটছে, তার প্রতিকার খুঁজতে তিনি বুধবারও মন্ত্রিসভা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।

 

এই শরণার্থী সমস্যা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন কেবল রিপাবলিকানদেরই নয়, তার নিজের দলের সতীর্থদেরও অব্যাহত চাপের মুখে রয়েছেন। তারা গুয়াতেমালা, হন্ডুরাস ও স্যালভাদোর থেকে আসা এসব শরণার্থীদের অভিবাসন সমস্যার সমাধান চেয়েছেন।

 

এদিবে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের অভিবাসন সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। এনওয়াই টাইমস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।