
আপনি আপনার পছন্দের মানুষটির সাথে সবে একটা সম্পর্কে এগিয়েছেন। আপনারা ভালো স্বপ্ন দেখছেন কিন্তু একটা প্রশ্ন বারবার দুজনকেই নাড়া দেবে যে সামনের মানুষটি কতটা খাঁটি? সেখানে কিন্তু আপনারও একটা বড় কর্তব্য থেকে যায় নিজের বিশ্বাসের জায়গাটা নিজে তৈরি করার ব্যাপারে। কিছু ছোট ব্যাপার মাথায় রাখুন আপনারা। তাহলেই সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসতে হবে না।
১. খোলাখুলিভাবে কথা বলুন দুজন দুজনের সঙ্গে। আপনারা একে অপরকে “মি টাইম”- এর ব্যাপারে বোঝান। অন্যের সঙ্গে সঙ্গীর তুলনা করা বন্ধ করুন। পার্টনারকে দোষারোপ করবেন না সব ব্যাপারে।
২. সমস্যার সমাধান আপনারা একসাথে করুন এবং ঝগড়া হলে একে অন্যকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি ভাবুন।
৩. নিয়মিত কথাবার্তা বজায় রাখুন নিজেদের মধ্যে। নিজেদের ভালো লাগা বা খারাপ লাগাগুলি সরাসরি বলুন একে অপরকে যাতে পরে সেটা নিয়ে সমস্যা না হয়।
৪. একে অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস করুন। সঙ্গীর ব্যাপারে অন্য কেউ কোনো খারাপ কথা বললে বা অভিযোগ করলে সেটাকেই সত্যি বলে ভেবে নেবেন না।
৫. একে অপরকে দেওয়া কথা রাখতে শিখুন। যে কথা রাখতে পারবেন না সেটা নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না।
৬. বিল শেয়ার করার মধ্যেও একটা স্বাবলম্বীতা রয়েছে। ইট সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস বেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho