
সম্প্রতি নতুন সঙ্গীকে ঘরে তুলেছেন প্রভাস। নতুন মডেলের একটি গাড়ি কিনেছেন তিনি। ‘ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর রোডস্টার’ মডেলের এই গাড়ির সঙ্গে প্রভাসের একাধিক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
জানা যায়, ল্যাম্বরগিনি ভারতীয় সিনে তারকাদের পছন্দের গাড়ি। প্রভাসের কেনা উজ্জ্বল কমলা রঙের গাড়িটির দাম সাড়ে পাঁচ কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ছয় কোটি টাকার বেশি।
কত সম্পদের মালিক এই অভিনেতা? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ১৯৬.৩৫ কোটি টাকার মালিক প্রভাস। প্রতি বছরে তার আয় ৪৫ কোটি টাকা। গাড়ি কেনার প্রতি আগে থেকেই তার বেশ ঝোঁক রয়েছে। তার কাছে ৬৮ লাখ টাকার ইগডঢ ৩ ও ২ কোটি টাকা মূল্যের জাগুয়ার রয়েছে। এছাড়া প্রভাসের কাছে আরও আট কোটি টাকা মূল্যের রোলস রয়েছে। হায়দরাবাদে এ তারকার রয়েছে বিশাল এক ফার্ম হাউজ।
জিমের ব্যাপারেও ভীষণ সচেতন প্রভাস। তার বাড়িতেই দেড় কোটি টাকার জিমের যন্ত্রপাতি রয়েছে। তবে এসব যন্ত্রপাতি অবশ্য প্রভাসকে কিনতে হয়নি। তার ‘বাহুবলি’ ছবির পরিচালক এস এস রাজামৌলি এসব যন্ত্রপাতি কিনে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho