স্টাফ রিপোর্টার ## মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার শালকোনা বিজিবি ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।বুধবার দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প’র শুভ উদ্বোধন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা, বিজি বিএম, পিএসসি।
দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যশোরের শার্শা উপজেলার অর্ন্তগত শালকোনা বিওপিতে ক্যাম্প পরিচালনা করা হয়। নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় পাঁচ ৫০০ পাঁচশতাধিক মানুষকে এই সেবা প্রদান করা হয়েছে। যথাযথ করোনা সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করেই ক্যাম্প পরিচালনা করা হয়। সকল সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বছর ব্যাপী বিজিবির বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হবে।