
আন্তর্জাতিক ডেস্ক ## লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফের ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাস। পরিস্থিতি সামাল দিতে খানিকটা চাপের মধ্যেই আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। এমতাবস্থায় প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝেড়ে পদত্যাগ করলেন দেশটির তিন বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার (৩০ মার্চ) ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ফোলাহা দে সাও পাওলো’র একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহামারি করোনা মোকাবিলায় তার নেতৃত্বে অসন্তুষ্ট দেশের জনগণ। তিনি এই মহামারিকে শুরু থেকেই সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। আর এর ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। আর এই ক্ষোভ ঝেড়ে দেশটির তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা পদত্যাগ করেছেন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে যে, ব্রাজিলের ইতিহাসে এর আগে কখনও সেনাবাহিনীর তিনটি শাখার প্রধানরা প্রেসিডেন্ডের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেননি।
ব্রাজিলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করায় সোমবার (২৯ মার্চ) মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনতে বাধ্য হন বোলসোনারো। দেশটির মন্ত্রীদের এ পদত্যাগের কারণে তিনি আকস্মিক এই পদক্ষেপ গ্রহণ করেন।
কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।
দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর দাবি, লকডাউন জারি করলে তা অর্থনীতিতে ধস নামাবে। তিনি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টাইনেরও পক্ষে নন।
দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বিপর্যয় নেমে এসেছে। অক্সিজেন সংকট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রাজিল। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে একদিনে করোনায় মারা গেছেন ৩ হাজার ৬৬৮ জন। যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।
এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৭০৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৫৪ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ১৫ হাজার ৩৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩৩২ জন।