
২০০১ সালে নিউজিল্যান্ডে প্রথম সফরের পর এ পর্যন্ত টানা ৩১ হার টাইগারদের ললাট লিখন হয়েছে। এর মধ্যে এবারের সফরে টানা পাঁচটি। অকল্যান্ডেও একই গল্পের পুনরাবৃত্তি হলে সংখ্যাটা হবে ছয়। সেটি কী সুখপ্রদ হবে?
এমন পরিস্থিতি সামনে রেখেই জানা গেল, শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ।
জানা গেছে, ঊরুর মাংসপেশির চোটে পড়েছেন মাহমুদউল্লাহ। চোট অবশ্য অতটা গুরুতর নয়। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। যে কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।
তা হলে নেতৃত্ব দেবেন কে?
গত ম্যাচের মতো এই ম্যাচেও নেই আরেক অভিজ্ঞ পাণ্ডব মুশফিকুর রহিম। আর ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজেই নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
যে কারণে স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব এসে পড়ে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস এমন তথ্যই দিলেন দেশের গণমাধ্যমকে।
এদিকে খেলছেন না পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তার জায়গায় দলে আসতে পারেন রুবেল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho