বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় ১৫ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নজরুল ইসলাম ## যশোরের শার্শা সীমান্তের পাঁচভুলোট গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের  ১৫টি স্বর্ণের বারসহ  রানা হামিদ  (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।

 

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী  গ্রামের আব্দুল গফফারের  ছেলে।

 

বিজিবি জানায়, গোপন  সংবাদে জানতে পারি  সোনা পাচারকারীর একটি চক্র বেনাপোল বাজার থেকে সোনার  একটি চালান নিয়ে শার্শার পাঁচভুলোট সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য গোপন অবস্থানে রয়েছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে  সন্দেহভাজন ইজিবাইক চালক রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়।

 

এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি স্বর্ণের  বার পাওয়া যায়।  জব্দকৃত সোনার ওজন ১কেজি ৭৫০ গ্রাম।

 

আটক রানা হামিদ  র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে । জব্দকৃত  স্বর্ণের মুল্য আনুমানিক ১ কোটি  টাকা বলে জানায় বিজিবি।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-এলাহী  সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের  বার সহ আটক আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

শার্শায় ১৫ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

নজরুল ইসলাম ## যশোরের শার্শা সীমান্তের পাঁচভুলোট গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের  ১৫টি স্বর্ণের বারসহ  রানা হামিদ  (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।

 

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী  গ্রামের আব্দুল গফফারের  ছেলে।

 

বিজিবি জানায়, গোপন  সংবাদে জানতে পারি  সোনা পাচারকারীর একটি চক্র বেনাপোল বাজার থেকে সোনার  একটি চালান নিয়ে শার্শার পাঁচভুলোট সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য গোপন অবস্থানে রয়েছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে  সন্দেহভাজন ইজিবাইক চালক রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়।

 

এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি স্বর্ণের  বার পাওয়া যায়।  জব্দকৃত সোনার ওজন ১কেজি ৭৫০ গ্রাম।

 

আটক রানা হামিদ  র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে । জব্দকৃত  স্বর্ণের মুল্য আনুমানিক ১ কোটি  টাকা বলে জানায় বিজিবি।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-এলাহী  সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের  বার সহ আটক আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।