বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো : সাতক্ষীরার কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা (২৮), ছেলে মাহফুজ (৯) ও সাড়ে চার বছরের কন্যা মোহনা।
দুই শিশু সন্তানকে হত্যা করে তাদের মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
তবে কি কারণে ওই গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন তার প্রকৃত কারণ এখনো সুষ্পষ্টভাবে জানা যায়নি।
লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশকে খবর দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো : সাতক্ষীরার কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা (২৮), ছেলে মাহফুজ (৯) ও সাড়ে চার বছরের কন্যা মোহনা।
দুই শিশু সন্তানকে হত্যা করে তাদের মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
তবে কি কারণে ওই গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন তার প্রকৃত কারণ এখনো সুষ্পষ্টভাবে জানা যায়নি।
লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশকে খবর দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।