প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৩:৪৩ পি.এম
বেনাপোলে ২ বছরের শিশুকে চায়ের দোকানে রেখে পালিয়েছে মা

শাহজালাল সম্রাট ## বেনাপোল বাজারে বাথরুমে যাওয়ার কথা বলে একটি চায়ের দোকানে দুই বছরের শিশুকে রেখে পালিয়ে গেছেন এক মা। ওই মা চায়ের দোকানির কাছে নিজেকে শিশুটির মা বলে পরিচয় দিয়েছিলেন।
শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
এদিকে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।
বেনাপোল পোর্ট থানায় গিয়ে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে নিজ সন্তানের মত খাওয়াচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। এ দৃশ্য দেখে স্থানীয়রা সাধুবাদ জানাই ওই পুলিশ কর্মকর্তাকে।
চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন জানান, এক নারী রাত ৯টার দিকে ছেলে শিশুটিকে নিয়ে তার চায়ের দোকানে আসেন।কিছু সময় পর তিনি বাথরুমে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে যান।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে না আসায় চায়ের দোকানদার তোফাজ্জেল বিষয়টি পোর্ট থানায় জানিয়ে শিশুটিকে থানা হেফাজতে হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শিশুটিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ হেফাজতে আছে। সেই সঙ্গে শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।
তিনি আরও জানান, এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির পরিবারকে খোঁজা হচ্ছে।
শিশুটিকে যদি কেউ চিনে থাকলে ০১৩২০-১৪৩৩৯৩/০১৬৩৭-৭৮২৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho