
১৯৮৯ সালে কিশোর শচিনের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, আব্দুল কাদিররা ছিলেন সেসময়কার বিশ্বসেরা।
ক্রিকেটের মাঠে শচিন-ওয়াসিমরা ছিলেন চিরপ্রতিদ্বনদ্বী। তবে ২২ গজের বাইরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
১০০ সেঞ্চুরির মালিকের সুস্থতা কামনা করে টুইট বার্তায় ওয়ানডেতে ৫০০ উইকেট শিকারি লিখেছেন, ‘মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের সেরা বোলিং আক্রমণকে (পাকিস্তান) শাসন করেছিলেন। আমি নিশ্চিত, সেভাবেই করোনাকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবেন। দ্রুত সেরে উঠুন মাস্টার!’
এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানান শচিন। তিনি বলেন, ডাক্তারদের পরামর্শেই বড়কিছু ঘটার আগে সাবধানতা অবলম্বন করেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে শচিন ছাড়াও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেয়াদের মধ্যে আক্রান্ত হয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho