বিনোদন ডেস্ক ## সাত বছরের বন্ধুত্ব আর ২৮ দিনের প্রেমের সম্পর্কে সাত পাঁকে বাঁধা পড়লেন টালিউড অভিনেত্রী শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি। গেলো শুক্রবার (২ এপ্রিল) ঘরোয়া আয়োজনে প্রাক্তন সহকর্মী অমিত ভাটিয়ার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তবে দেবশ্রীর বিয়েতে উপস্থিত ছিলেন না ছোট বোন জামাই রাজ চক্রবর্তী। নির্বাচনী কাজে তিনি ব্যস্ত থাকায় তার হয়ে সকল দায়িত্ব সামলে নিয়েছেন শুভশ্রী। অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন। তাদেরকে আপ্যায়ন করা হয়েছে বাঙালি রান্নার সমাহারে।
দেবশ্রীর কথায়, ‘আমার সিঁদুরদানের সময় আবেগে কেঁদে ফেলেছে শুভ। মা-বাবাও খুশি। এত দিনে যেন পারিবারিক ছবি সম্পূর্ণ হলো।’
প্রসঙ্গত, ২০১৪ সালে এক অফিসে কাজের সূত্রে অমিত-দেবশ্রীর বন্ধুত্ব। সে সময় তাদের ভিন্ন ভিন্ন প্রেমিক, প্রেমিকা ছিল। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দেবশ্রীকে প্রপোজ করেন অমিত। আগামী ২৪ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে দুই পরিবার। সূত্র- আনন্দবাজার