বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুবাই ব্যবসায়ীকে বিয়ে করছেন মৌনী

বিনোদন ডেস্ক ## বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বাঙালি কন্যা মৌনী রায়। পাত্র দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়া। তাদের দুই পরিবারের মধ্যে পাকা কথা চলছে। খুব শীঘ্রই বিয়ের খবর জানাবেন ‘নাগিন’ তারকা।

 

জানা গেছে, লকডাউনে দিদি ও জামাইবাবুর পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। চলতি বছরের শুরু থেকেই বলিপাড়ার বাতাস তার বিয়ের খবরে ভারী হতে থাকে।

 

এক সাক্ষাৎকারে মৌনী বলেন, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। যদি বিয়ে করি সারা বিশ্ব তা জানতে পারবে।

 

ভারতীয় এক সংবাদপত্রের রিপোর্ট বলছে, বিয়ের ব্যাপারে কথা বলতে ইতিমধ্যেই হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনীর মা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মৌনী ও সুরজ।

 

 

মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন মৌনী। সেখানে সুরজের বাবা-মা’কে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় নায়িকাকে। সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার দরুণই বিয়েতে আর দেরি করতে চাইছেন না অভিনেত্রী। এখন শুধু বিয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছেন নায়িকার অনুরাগীরা। সূত্র- নিউজ ১৮

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

দুবাই ব্যবসায়ীকে বিয়ে করছেন মৌনী

প্রকাশের সময় : ০৫:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বাঙালি কন্যা মৌনী রায়। পাত্র দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়া। তাদের দুই পরিবারের মধ্যে পাকা কথা চলছে। খুব শীঘ্রই বিয়ের খবর জানাবেন ‘নাগিন’ তারকা।

 

জানা গেছে, লকডাউনে দিদি ও জামাইবাবুর পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। চলতি বছরের শুরু থেকেই বলিপাড়ার বাতাস তার বিয়ের খবরে ভারী হতে থাকে।

 

এক সাক্ষাৎকারে মৌনী বলেন, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। যদি বিয়ে করি সারা বিশ্ব তা জানতে পারবে।

 

ভারতীয় এক সংবাদপত্রের রিপোর্ট বলছে, বিয়ের ব্যাপারে কথা বলতে ইতিমধ্যেই হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনীর মা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মৌনী ও সুরজ।

 

 

মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন মৌনী। সেখানে সুরজের বাবা-মা’কে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় নায়িকাকে। সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার দরুণই বিয়েতে আর দেরি করতে চাইছেন না অভিনেত্রী। এখন শুধু বিয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছেন নায়িকার অনুরাগীরা। সূত্র- নিউজ ১৮