বিনোদন ডেস্ক ## বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বাঙালি কন্যা মৌনী রায়। পাত্র দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়া। তাদের দুই পরিবারের মধ্যে পাকা কথা চলছে। খুব শীঘ্রই বিয়ের খবর জানাবেন 'নাগিন' তারকা।
জানা গেছে, লকডাউনে দিদি ও জামাইবাবুর পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। চলতি বছরের শুরু থেকেই বলিপাড়ার বাতাস তার বিয়ের খবরে ভারী হতে থাকে।
এক সাক্ষাৎকারে মৌনী বলেন, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। যদি বিয়ে করি সারা বিশ্ব তা জানতে পারবে।
ভারতীয় এক সংবাদপত্রের রিপোর্ট বলছে, বিয়ের ব্যাপারে কথা বলতে ইতিমধ্যেই হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনীর মা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মৌনী ও সুরজ।
মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন মৌনী। সেখানে সুরজের বাবা-মা'কে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় নায়িকাকে। সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার দরুণই বিয়েতে আর দেরি করতে চাইছেন না অভিনেত্রী। এখন শুধু বিয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছেন নায়িকার অনুরাগীরা। সূত্র- নিউজ ১৮
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho