ঢাকা ব্যুরো ##
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হেফাজত যে তাণ্ডব চালিয়ে এটা তারা একা নয়, এর সঙ্গে বিএনপি-জামায়াতও জড়িত। সবাই নয় হেফাজতের, এটাই বাস্তবতা।
আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে একথা বলেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা তাণ্ডব চালিয়েছে, ছোট্ট বাচ্চাদের দিয়ে এসব করিয়েছে। বাচ্চাদের হাতে বিস্ফোরক দিয়েছে। শুধু বাড়িতে আগুন না, কুরআন শরিফও পুড়িয়েছে। কী ইসলাম তারা বিশ্বাস করে। ইসলাম ধর্মের নামে এই জ্বালাও-পোড়াও কীভাবে সম্ভব। তারা আগুন দিয়ে যাবে আর জনগণ কি বসে দেখবে।
তিনি আরো বলেন, আমরা ধৈর্য ধরে চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করার। আমি দেশবাসীকে বলবো ধৈর্য ধরেন। এভাবে ধর্মের নামে অধর্মের কাজ জনগণ মেনে নেবে না। কিছু লোকের জন্য ইসলাম ধর্মের এই অবমাননা মেনে নেয়া যাবে না। আমি এটুকুই বলবো যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।