
সেই মতো পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনার সংক্রমণের হদিশ মেলে। অক্ষয়ের আগামী ছবি ‘রাম সেতু’র একাধিক কলাকুশলী করোনা আক্রান্ত হয়েছেন। যা নিযে রীতিমতো আতঙ্কে ছবির নির্মাতারা। তবে অক্ষয় কুমারের সংস্পর্শে আসা নতুন করে চিহ্নিত করোনা আক্রান্তদের প্রায় প্রত্যেকেরই মৃদু বা কারও কোনও উপসর্গই নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।
করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে ভারতজুড়ে। সোমবার চলতি বছরে দেশে রেকর্ড সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ। এর আগে এক দিনে সর্বাধিক সংক্রমণ হয়েছিল ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর। ওই দিন করোনা থাবা বসিয়েছিলো ৯৭ হাজার ৮৯৪ জনের শরীরে। একদিনে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পার করার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।
রবিবার ভারত জুড়ে দৈনিক সংক্রমণ ছিল ৯৩ হাজার ২৪৯ জন। মৃতের সংখ্যা ৫১৩ জন। যা গত বছর ডিসেম্বর মাসের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছিল। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ৪৭৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬৫ হাজার ১৩২ জন। সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব মহারাষ্ট্রে। গতকালই দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার পার করেছে মারাঠাভূমে। শুধু মুম্বই শহরেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাডাউন, জারি নাইট কারফিউ। করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে মহারাষ্ট্রে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার লকডাউনের সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের। শনি ও রবিবার ভারতের রাজ্যজুড়ে লকডাউনের পাশাপাশি নাইট কারফিউ জারির সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের সরকারের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho