বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও সরব চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক ## দীর্ঘ ১ বছর অন্তরালে থাকার পর আবারও সরব চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া বুবলী এখন অন্য নায়কের সঙ্গেও কাজ করছেন। যদিও একটা সময় শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজের ব্যাপারে আপত্তি ছিল তার।

 

তবে দিন আর আগের মতো নেই। শাকিব খান অন্য নায়িকাদের সঙ্গেও নিয়মিত ছবি করছেন। ফলে বুবলী হয়তো এমন সিদ্ধান্তর নিয়েছেন। এছাড়া শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে শাকিব বা বুবলীর কেউই মুখ খোলেননি।

 

এবার তিন বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এ নায়িকা। বুবলীর নতুন বিজ্ঞাপনের নাম ‘নাসির মিরর গ্লাস’। গত শনিবার এর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মো. নাঈমুল ইসলাম। বুবলী জানিয়েছেন, শিগগির এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে সম্প্রচার হবে।

 

 

বুবলী বলেন, নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে আমাকে সম্পৃক্ত করার জন্য।

 

এ গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছে, যা প্রচারের পর দর্শক বুঝতে পারবেন। ২০১৮ সালে সর্বশেষ বিজ্ঞাপনে কাজ করেছিলেন বুবলী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

আবারও সরব চিত্রনায়িকা বুবলী

প্রকাশের সময় : ০২:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## দীর্ঘ ১ বছর অন্তরালে থাকার পর আবারও সরব চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া বুবলী এখন অন্য নায়কের সঙ্গেও কাজ করছেন। যদিও একটা সময় শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজের ব্যাপারে আপত্তি ছিল তার।

 

তবে দিন আর আগের মতো নেই। শাকিব খান অন্য নায়িকাদের সঙ্গেও নিয়মিত ছবি করছেন। ফলে বুবলী হয়তো এমন সিদ্ধান্তর নিয়েছেন। এছাড়া শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে শাকিব বা বুবলীর কেউই মুখ খোলেননি।

 

এবার তিন বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এ নায়িকা। বুবলীর নতুন বিজ্ঞাপনের নাম ‘নাসির মিরর গ্লাস’। গত শনিবার এর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মো. নাঈমুল ইসলাম। বুবলী জানিয়েছেন, শিগগির এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে সম্প্রচার হবে।

 

 

বুবলী বলেন, নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে আমাকে সম্পৃক্ত করার জন্য।

 

এ গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছে, যা প্রচারের পর দর্শক বুঝতে পারবেন। ২০১৮ সালে সর্বশেষ বিজ্ঞাপনে কাজ করেছিলেন বুবলী।