বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

যশোর ব্যুরো ## যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের মুকুন্দ সরদারের ঘেরের পাড় থেকে দেবী  (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ৷ তার বুকে, থুতনি ও হাঁটুতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
দেবী  কুচলিয়া গ্রামের দিনমজুর পীযূষ টিকেদারের স্ত্রী। ওই দম্পতির ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন দেবী টিকেদার। আজ সোমবার সকাল সাতটার দিকে স্থানীয়রা বাড়ির অদূরে ঘেরের পাড়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
মণিরামপুর থানার এস আই শিকদার মতিয়ার রহমান বলেন, ‘গৃহবধূকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এই ঘটনায় কেউ আটক হয়নি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

মণিরামপুরে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

যশোর ব্যুরো ## যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের মুকুন্দ সরদারের ঘেরের পাড় থেকে দেবী  (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ৷ তার বুকে, থুতনি ও হাঁটুতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
দেবী  কুচলিয়া গ্রামের দিনমজুর পীযূষ টিকেদারের স্ত্রী। ওই দম্পতির ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে। শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন দেবী টিকেদার। আজ সোমবার সকাল সাতটার দিকে স্থানীয়রা বাড়ির অদূরে ঘেরের পাড়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
মণিরামপুর থানার এস আই শিকদার মতিয়ার রহমান বলেন, ‘গৃহবধূকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এই ঘটনায় কেউ আটক হয়নি।