
অভিনেত্রী তানভিন সুইটি ফেসবুকে লিখেছেন, ‘বিশিষ্ট অভিনয়শিল্পী এস এম মহসিন স্যার করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। থিয়েটার স্কুলে যখন পড়তাম, তিনি আমার শিক্ষক ছিলেন। তিনি শুধু অসাধারণ অভিনেতাই নন, একজন মানবিক সৎ মানুষ। তার দ্রুত সুস্থতা কামনা করি। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন স্যার। সবাই দোয়া করবেন।’
অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে নির্মাতা মুরাদ পারভেজ বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এস এম মহসিন ভাইকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাকে বেশ ভালো পরিমাণ অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, ‘এস এম মহসিনের শারীরিক অবস্থা বেশ নাজুক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিনেতার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই।’
এস এম মহসিন মঞ্চ ও টিভি অভিনেতা হিসেবে সুপরিচিত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন। ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন এস এম মহসিন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদকও প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho