
দিয়া বরাবরই স্পষ্টভাষী। এবারেও কিন্তু সেই অবতাতেই দেখা গেল তাঁকে। পালটা উত্তর দিয়ে বললেন, 'খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন আপনি। প্রথমত শুধুমাত্র সন্তানসম্ভবা হওয়ার কারণে আমি বিয়ে করিনি। আমরা একসঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম। যখন সুখবরটি জানতে পারি, সে সময় আমরা বিয়ের প্ল্যানিং করছিলাম। বিয়ের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিল ওই খবর।'
অভিনেত্রী আরও বলেন, 'কিছু সমস্যা থাকার কারণে আমরা বিষয়টি জানাইনি। আগে জটিলতাগুলি কাটাতে চেয়েছিলাম। চিকিৎসকদের সবুজ সংকেত মেলার পরেই সোশ্যাল মিডিয়ায় গর্ভাবস্থার খবরটি জানাই। সুতরাং এটা স্পষ্ট যে বিয়েটা ফ্যাক্টর ছিল না।'
এরপরেই চেনা পরিচিত অন্দাজে দিয়া বলেন, 'আমি আপনার প্রশ্নের উত্তর নাই দিতে পারতাম। কিন্তু তা করলাম না। কারণ আমি মনে করি যে মাতৃত্ব একজন নারীর জীবনে খুশির স্রোত বইয়ে দেয়। আমি এই দিনগুলির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। কখন একজন নারী সন্তান ধারন করবেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে সমাজ কেন, পরিবারেরও কথা বলা উচিত নয়। ছুতমার্গ থাকার তো কথাই নেই।'
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা৷ বৈভব রেখির সঙ্গে তাঁর প্রায় ৪ বছরের প্রেম পেয়েছে নতুন স্বীকৃতি৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho