
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশের নারী দল। এতে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের হয়ে ওপেনার আন্দ্রি স্টেইন ৮০ রান করেন। আনেকা বসের ব্যাট থেকে আসে ৪২ রান। এছাড়া কেউই উল্লেখ যোগ্য রান করতে পারেননি।
বাংলাদেশের জার্সিতে নাহিদা আখতার ও ঋতু মনি তিনটি করে উইকেট তুলেন। একটি উইকেট শিকার করেন সালমা খাতুন।
জবাবে ব্যাট হাতে ৮ বলে ৭ রানে ফিরে যান শারমিন সুলতানা। ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অন্যদিকে ৩৭ বলে ১৫ রান করে বিদায় নেন ফারজানা হক।
তবে একপ্রান্ত আগলে রেখে নিয়মিত রান তুলতে থাকেন নিগার সুলতানা। পঞ্চম উইকেটে রুমানা আহমদের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক।
১৩৫ বলে অপরাজিত ছিলেন নিগার। ১১টি চারের মেরে ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে তার সঙ্গে ক্রিজে ছিলেন ৬৯ বলে ৪৫ রান করা রুমানা।
শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৪৫.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশের নারী দলটি। সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা হয়েছেন নিগার সুলতানা।
রোববার সিরিজের প্রথম ম্যাচে ৫৪ রানের জয় তুলেছিল স্বাগতিকরা। আগামী ৮ এপ্রিল তৃতীয় ম্যাচে নামবে দুই দল। ওই ম্যাচে জয় পেলেই ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ ইমার্জিং দল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho