যশোর ব্যুরো ## যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ পৃথক দুইটি অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ ৫ কারবারিকে আটক করেছে৷
সোমবার সন্ধার দিকে চৌগাছা উপজেলার মাধবপুর দক্ষিণপাড়া গ্রম থেকে ৩জনকে ২কেজি গাজা সহ ও কেশবপুর উপজেলার চিংড়া পশ্চিমপাড়া বাজার থেকে দেড় কেজি গাজাসহ ২জনকে আটক করা হয়৷
আটক আসামীরা হলো চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে মনির হোসেন(৬০),একই উপজেলার গদাধরপুর গ্রামের এনায়েত আলী মন্ডলের ছেলে ইসমাইল হোসেন(৩০),মাসিলা গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে শুক্কুর আলী (৩৫),কে ২কেজি গাজা সহ আটক করা হয়৷ অপর দিকে কেশবপুর উপজেলার বিষ্ষূপুর গ্রামের মৃত: আলিম উদ্দিন মোড়লের ছেলে মতিনুর মোড়ল(৪২) ও একই উপজেলার চিংড়া পশ্চিম পাড়া গ্রামের মোজাম্মেল বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম(৩৭)কে দেড় কেজি গাজা সহ আটক করা হয়৷
জেলা ডিবি পুলিশের প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয় সোমবার সন্ধার দিকে পৃথক দুটি অভিযানে চৌগাছা উপজেলার মাধবপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে ৩জনকে ২কেজি গাজা সহ ও কেশবপুর উপজেলার চিংড়া পশ্চিমপাড়া বাজার থেকে দেড় কেজি গাজাসহ ২জনকে আটক করা হয়৷ এসংক্রান্ত বিষয়ে চৌগাছা থানায় ও কেশবপুর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে৷