আব্দুল লতিফ ## কিংবদন্তি কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের লোকগানের বিকাশে একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সরকারপ্রধান।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি এই শিল্পী। ইন্দ্রমোহন রাজবংশী ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক।
জানা যায়, গত ৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত ইন্দ্রমোহন রাজবংশীকে। এছাড়া তিনি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার আইসিইউতে নেওয়া হয়। বুধবার সেখানেই তিনি মারা গেলেন।
ইন্দ্রমোহন রাজবংশী মূলত লোকগানের শিল্পী। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম-বাংলায়। পরবর্তীতে রবীন্দ্রসংগীত গেযেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে একুশে পদক দেয় বাংলাদেশ সরকার।