
একই সঙ্গে যে সব ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করাতেও অনুরোধ করেছেন বলি স্টার। পাশাপাশি তিনি লেখেন, “আপনাদের সবার ভালোবাসা ও সহায়তার জন্য ধন্যবাদ। দয়া করে সকলে নিরাপদে থাকুন এবং নিজের যত্ন নিন”।
উল্লেখ্য, সোমবারেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউড হিরো ভিকি কৌশল থেকে শুরু করে অক্ষয় কুমার। অভিনেত্রীদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ভূমি পেডনেকার, আলিয়া ভাটের মতো সুপারস্টারেরা। ক্রমেই যেন করোনা গ্রাস করছে বলিউডকে।
পর পর বলিউডে একের পর এক অভিনেতা- অভিনেত্রীরা করোনা আক্রান্ত হচ্ছেন। সোমবার করোনা আক্রান্ত হন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংক্রমিত হওয়ার কথা জানান অভিনেতা।

এর আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হন অক্ষয় কুমার। এমনকি সোমবার সকালে হাসপাতালে ভর্তি হতে হয় করোনা আক্রান্ত অক্ষয় কুমারকে। তিনি লেখেন, “আপনাদের সবার প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের আশীরবাদ কাজ করছে। আমি ভালো আছি। তবে করোনা সতর্কতার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আশা করছি খুব শিগগিরিই বাড়ি ফিরতে পারব। সুস্থ থাকুন।”
অন্যদিকে সারাদেশেও সংক্রমণ অব্যহত। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী দেশে গতদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৯৭ হাজার মানুষের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। যা গত দিনের থেকে অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ৪৪৬ জন। মুম্বইতেও করোনার দৈনিক আক্রান্ত নামতে শুরু করেছে। এদিন মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের ঘরে গিয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho