
বাইডেনের নির্বাহী আদেশে অদৃশ্য অস্ত্রসহ বৈধভাবে সহজলভ্য হালকা আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও ব্যবহারের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনা হবে। তবে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন ছাড়া এ লড়াইয়ে সফলতার সম্ভাবনা খুবই কম। তারপর বারাক ওবামার মতো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কিছু একটা করার চেষ্টা করছেন বাইডেন।
যদিও যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে আগ্নেয়াস্ত্র আইন খুবই স্পর্শকাতর। রিপাবলিকান দলের অধিকাংশ আইনপ্রণেতা আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বা নিষিদ্ধের ঘোর বিরোধী। তারা এটাকে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে। তবে সম্প্রতি কলোরাডো ও জর্জিয়ায় সহিংস ঘটনা ঘটে।
এরপরই অনেকটা নড়েচড়ে বসেন বাইডেন। তিনি বলেন, আর এক মুহূর্তও সময় নষ্ট করতে চান না তিনি। সাধারণ পদক্ষেপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণহানি কমানোর কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ আইন ছাড়া যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ নিয়ে চাপে ফেলার জন্য কংগ্রেসকে কিছু পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho