
স্পোর্টস রিপোর্টার ## উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল পোর্তো ও চেলসি। বুধবার রাতে ২-০ গোলে চেলসি হারিয়েছে পোর্তোকে। করোনা মহামারির বিধি-নিষেধের কারণে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে।
খেলার প্রথমার্ধের ৩০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ম্যাসন মাউন্টের করা গোলে ব্যবধান হয় ১-০। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বেন চিলওয়েল গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুজরা।
শেষ কয় মিনিট ধরে বল দখলের লড়াই চললেও গোল আর হয়নি। আপাতত অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটা এগিয়ে রইলো চেলসি।
নিজেদের সেমি ফাইনালে দেখতে হলে ফিরতি লেগে পোর্তকে ফিরে আসতে হবে দুর্দান্ত ভাবে। ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার একই ভেন্যু সেভিয়ার সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে।