রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকার প্রথম ডোজ নিয়েও আক্রান্ত অভিনেত্রী নাগমা

বিনোদন ডেস্ক ## কোভিড টিকার প্রথম ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ নাগমা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

টুইটারে নিজের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন নাগমা। তিনি লিখেছেন, ‘করোনার টিকার প্রথম ডোজ কিছুদিন আগে নিয়েছিলাম। তবুও করোনায় আক্রান্ত হয়েছি। আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই বাড়িতেই নিভৃতবাসে রয়েছি’। সকলের উদ্দেশে নাগমার বার্তা, ‘সবাই দয়া করে নিজের যত্ন নেবেন এবং সব ধরনের সাবধানতা মেনে চলবেন। টিকার প্রথম ডোজ নিয়ে কোনও ভাবে নিশ্চিন্ত হয়ে যাবেন না। সাবধানে থাকবেন’।

নাগমার এই পোস্টে মহেশ ভট্টের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান তাঁকে আরও একবার করোনা পরীক্ষা করানোর উপদেশ দিয়েছেন। কারণ তিনি মনে করছেন এই পরীক্ষার ফল ভুলও হতে পারে। সোনি উপসর্গের প্রসঙ্গ তুললে নাগমা জানান তাঁর কাশি এখন বেড়ে গিয়েছে। আগেও কিছু উপসর্গ ছিল। আপাতত নিজেকে সুস্থ করার জন্য কিছু কড়া ওষুধ খাচ্ছেন বলেও জানিয়েছেন নাগমা।

 

গত ২ এপ্রিল মুম্বইতে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নাগমা। টিকা নেওয়ার পর জানিয়েছিলেন মাথা ব্যথা এবং সর্দি-কাশি, চোখ জ্বালার মতো কয়েকটি অসুবিধার কথা। তার মাত্র দিন ছয়েকের মাথাতেই করোনা আক্রান্ত হলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জবি উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনার টিকার প্রথম ডোজ নিয়েও আক্রান্ত অভিনেত্রী নাগমা

প্রকাশের সময় : ০৪:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## কোভিড টিকার প্রথম ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ নাগমা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

টুইটারে নিজের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন নাগমা। তিনি লিখেছেন, ‘করোনার টিকার প্রথম ডোজ কিছুদিন আগে নিয়েছিলাম। তবুও করোনায় আক্রান্ত হয়েছি। আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই বাড়িতেই নিভৃতবাসে রয়েছি’। সকলের উদ্দেশে নাগমার বার্তা, ‘সবাই দয়া করে নিজের যত্ন নেবেন এবং সব ধরনের সাবধানতা মেনে চলবেন। টিকার প্রথম ডোজ নিয়ে কোনও ভাবে নিশ্চিন্ত হয়ে যাবেন না। সাবধানে থাকবেন’।

নাগমার এই পোস্টে মহেশ ভট্টের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান তাঁকে আরও একবার করোনা পরীক্ষা করানোর উপদেশ দিয়েছেন। কারণ তিনি মনে করছেন এই পরীক্ষার ফল ভুলও হতে পারে। সোনি উপসর্গের প্রসঙ্গ তুললে নাগমা জানান তাঁর কাশি এখন বেড়ে গিয়েছে। আগেও কিছু উপসর্গ ছিল। আপাতত নিজেকে সুস্থ করার জন্য কিছু কড়া ওষুধ খাচ্ছেন বলেও জানিয়েছেন নাগমা।

 

গত ২ এপ্রিল মুম্বইতে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নাগমা। টিকা নেওয়ার পর জানিয়েছিলেন মাথা ব্যথা এবং সর্দি-কাশি, চোখ জ্বালার মতো কয়েকটি অসুবিধার কথা। তার মাত্র দিন ছয়েকের মাথাতেই করোনা আক্রান্ত হলেন তিনি।