সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বাম জোটের মানব বন্ধন

যশোর ব্যুরো ## করোনাকালে গ্রাম-শহরে রেশনিং চালুর দাবি বাম জোটেরবিনামূল্যে করোনার স্যাম্পল সংগ্রহ, সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ব্যবস্থা চালু, গ্রাম-শহরের গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।  

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জোটের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু।
বক্তারা বলেন, লকডাউনের নামে গরীব মানুষের পেটে লাথি মারা যাবে না। বড়লোকেদের সবকিছু খোলা রেখে গরীব মানুষকে ঘরের মধ্যে আটকে মেরে ফেলার নীতি বাতিল করতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করে কাজের জন্য রাস্তায় বের হওয়া রিকশাগুলোকে উল্টিয়ে দিয়ে লকডাউন সফল করার নীতি পরিবর্তন করতে হবে। গরীবদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে হবে।
নেতৃবৃন্দ করোনার মহামারিতে নিম্নআয়ের মানুষের আয়-রোজগার যাতে বন্ধ না হয় সে ব্যবস্থা করার দাবি জানান। তারা বলেন, লকডাউন নিয়ে নাটক করা হচ্ছে। গরীবের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে তাদেরকে ঘরে আটকে ফেলা হচ্ছে। এটা অন্যায়। এজন্য গ্রাম-শহরে সেনাবাহিনী ও পুলিশের মতো রেশনিং চালুর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
একইসাথে করোনার সঠিক চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি দেশের প্রত্যেক সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালুর দাবি জানান বাম নেতারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, যশোর জেলা সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

যশোরে বাম জোটের মানব বন্ধন

প্রকাশের সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

যশোর ব্যুরো ## করোনাকালে গ্রাম-শহরে রেশনিং চালুর দাবি বাম জোটেরবিনামূল্যে করোনার স্যাম্পল সংগ্রহ, সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ব্যবস্থা চালু, গ্রাম-শহরের গরিব মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।  

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জোটের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু।
বক্তারা বলেন, লকডাউনের নামে গরীব মানুষের পেটে লাথি মারা যাবে না। বড়লোকেদের সবকিছু খোলা রেখে গরীব মানুষকে ঘরের মধ্যে আটকে মেরে ফেলার নীতি বাতিল করতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করে কাজের জন্য রাস্তায় বের হওয়া রিকশাগুলোকে উল্টিয়ে দিয়ে লকডাউন সফল করার নীতি পরিবর্তন করতে হবে। গরীবদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে হবে।
নেতৃবৃন্দ করোনার মহামারিতে নিম্নআয়ের মানুষের আয়-রোজগার যাতে বন্ধ না হয় সে ব্যবস্থা করার দাবি জানান। তারা বলেন, লকডাউন নিয়ে নাটক করা হচ্ছে। গরীবের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে তাদেরকে ঘরে আটকে ফেলা হচ্ছে। এটা অন্যায়। এজন্য গ্রাম-শহরে সেনাবাহিনী ও পুলিশের মতো রেশনিং চালুর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
একইসাথে করোনার সঠিক চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি দেশের প্রত্যেক সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালুর দাবি জানান বাম নেতারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, যশোর জেলা সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।