প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২১, ৭:০২ পি.এম
ফারুক-কবরী জুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ঢাকা ব্যুরো ##
চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় জুটি বহুকাল সিনেমাপ্রেমীদের আনন্দ দিয়েছে। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্র কালে কালে বহু জুটির অভিনয় দেখেছে। তবে ফারুক-কবরী জুটি এখনো স্মৃতিজাগানিয়া। সেই বহুকালের চেনা জুটি এখন দুই দেশে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ষাট-সত্তর দশকের সময়টাতে স্বর্ণযুগ ছিল চলচ্চিত্রের। ফারুক-কবরী জুটি ছিল প্রশংসা ও সাফল্যের। তাদের অভিনয় সিনেমাপ্রেমীদের কখনো আনন্দে কখনো বেদনায় ভাসিয়েছেন।
গত ১৪ মার্চ থেকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রয়েছেন চিত্রনায়ক ফারুক। আর দেশে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন দর্শকনন্দিত চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। চিত্রনায়ক ফারুক আইসিইউতে অচেতন অবস্থায় থাকলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) চিকিৎসকের ডাকে সাড়া দিয়েছেন। গত কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অন্যদিকে চিত্রনায়িকা কবরী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
কঠিন সময় কাটিয়ে জনপ্রিয় এই জুটি আবারো সুস্থ জীবনে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho