
সম্রাট আকবর,ঝিকরগাছা প্রতিনিধি ## ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৫ বোতল ফেনসিডিল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।
আটক দুই মাদক ব্যবসায়ী মিঠু মিয়া (২৬) ঝিকরগাছা উপজেলার মাগুরা নওদাপাড়ার শুকুর আলী ও হিমন (৩৩) একই উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।
ঝিকরগাছা থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার (৯ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ঝিকরগাছার থানার অমৃত বাজার ও ছুটিপুর বাজারে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক কর হয়।
তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোর্পদ করা হয়েছে।