
মুসলিম নারীরা সাধাণত মাথা ঢাকার জন্য যে স্কার্ফ ব্যবহার করে থাকে তাকে হিজাব বলে। কিন্তু ফ্রান্সে কয়েক দশক ধরেই এটা বিতর্কের কারণ হয়ে দাড়িয়েছে। সম্প্রতি ফরাসি সরকার যে তথাকথিত ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী’ আইন আনতে চাচ্ছে তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ নিলো সিনেট।
ফরাসি সরকার বলছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের সেক্যুলার ব্যবস্থাকে গতিশীল করা। কিন্তু সমালোচকরা বলছে, মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করতেই এমন আইন আনছে ফ্রান্সের সরকার।
গত ৩০ মার্চ প্রস্তাবিত এই বিলের একটি সংশোধনী অনুমোদন দেয় সিনেট। যেখানে বলা হয়, ১৮ বছরের কম বয়সীরা জনসম্মুখে ধর্মীয় কোনও চিহ্ন এবং এমন কোনও পোশাক পরতে পারবে না যার মাধ্যমে তাদের অবস্থান পুরুষের চেয়ে খাটো হয়ে যায়।
এই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। এটি আইনে কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় পরিবর্তন এনে তা ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হবে। কিন্তু এমন সংশোধনীর কড়া সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, প্রস্তাবিত আইনটি ‘ইসলামের বিরোধিতা’ করার শামিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho