
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানে ওঠার পর থেকে লাইফ জ্যাকেট নিয়ে খেলা করছিলেন ওই যাত্রী। একইসঙ্গে বিমানে বোমা রাখা হয়েছে বলেও হুমকি দিচ্ছিলেন তিনি। এসময় একজন কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর বচসা শুরু হয়। বেশ কিছুটা সময় ধরে বচসা চলার পর একে একে নিজের জামা খুলে ফেলেন ওই যাত্রী। বিমানের ক্রুরা জানান, মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন তিনি।
ওই যাত্রী জামাকাপড় খুলে ফেলার পর পুরো ঘটনাটি পাইলটকে জানান বিমানের ওই ক্রু। এরপর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরে বিমান দিল্লিতে অবতরণ করলে বিমানবন্দরের সিআইএসএফ-র সহায়তায় ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এয়ার এশিয়া জানিয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিমানে উঠেছিলেন। এক কেবিন ক্রুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রী। বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর পরই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho