
অভিযুক্তরা হলেন ঝিকরগাছার সাদ্দামপাড়ার আব্দুল গাজীর দু’ ছেলে আব্দুল জলিল, আলম রহমান, ফজের আলীর ছেলে হাসানুর রহমান, মৃত আব্দুল গফ্ফার গাজীর ছেলে রুবেল, ইনামুল হকের ছেলে শাওন, আবু বক্কার আলীর ছেলে রাসেল হোসেন, গোলাম হোসেনের ছেলে আল আমিন, মৃত আমীর আলী সরদারের ছেলে ইসমাইল সরদার ওরফে শাহাদৎ, মৃত শওকত আলীর ছেলে মিলন হোসেন ও মাঠপাড়ার মৃত শহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম সাদ্দাম।
মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মেজবাহ উদ্দীন আহমেদ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালে ৬ আগস্ট বিকেলে এক নারী বেনেয়ালী থেকে ঝিকরগাছার উদ্দেশে আসছিলেন। সন্ধ্যার সময় পুরন্দরপুর সাদ্দামপাড়া রেল ব্রিজের কাছ থেকে আসামি জলিল, হাসান ও জাকির তাকে ফুসলিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে গ্রামের একটি ঘাসের খেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়।
রাতে এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ওই নারীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে। এ ব্যাপারে ওই নারীর নানী দশজনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন।
চার্জশিটে অভিযুক্ত রুবেল ও রাসেলকে পলাতক দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho