আন্তর্জাতিক ডেস্ক ## প্রতিবেশী ইরাকের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী মোহাম্মদ শরিয়াতমাদারি রোববার (১১ এপ্রিল) ইরান সফরে গিয়ে এই চুক্তি করেন।
শরিয়াতমাদারি জানান, এই চুক্তি সইয়ের পরে কাস্টমস ইনভেসমেন্ট, সীমান্তবাজার প্রতিষ্ঠাসহ সহ আরো বেশকিছু ইস্যুতে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়বে।
তিনি জানান ইরাকের অর্থমন্ত্রীর ইরান সফরের সময় এই চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছিল। চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করতে ইরানের অর্থমন্ত্রী ইরাকি অর্থমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
চুক্তি সইয়ের আগে তিনি ইরাকের অর্থ ও সময় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বাগদাদ থেকে কারবালার সফরে যান।
শরিয়াতমাদারি আরো বলেন, এই চুক্তির আওতায় অর্থনীতির অনেক বড় বড় ইস্যু বিশেষ করে অবকাঠামো নির্মাণের প্রকল্প এবং অর্থনৈতিক লেনদেনের মতো বিষয় থাকবে।
সহযোগিতা চুক্তি থেকে দু দেশ বিরাটভাবে উপকৃত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী। অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার ওপর জোর দেন ইরানি মন্ত্রী। সূত্র : পার্সটুডে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho