
তিনি বলেন, চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই নির্দেশনা অনুসারে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিমা খাতও বন্ধ রাখার কথা। তবে ব্যাংকের সাথে বিমা কোম্পানির সম্পর্ক থাকায় গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
দলিল উদ্দিন বলেন, ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার পর বিমা কোম্পানির অফিস আর খোলা রাখার প্রয়োজন নেই। তাই সরকারের নির্দেশনা অনুসারে বন্ধ থাকবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির অফিস। এজন্য আলাদাভাবে কোনো নির্দেশনাও জারি করা হবে না।
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho