
জানা যায়, রবিবার কবরীর ছেলের শরীরে হঠাৎই জ্বর আসে। এছাড়া তিনি খাবারের স্বাদ-গন্ধও পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশনও কমে আসে। এর পরই শাকের চিকিৎসকের সঙ্গে কথা বলেন। চিকিৎসকের পরামর্শে সোমবার একটি সরকারি হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করানোর পর তিনি সেখানে ভর্তি হন।
শাকের জানান, করোনা পরীক্ষার পাশাপাশি তার বুকের সিটিস্ক্যানও করা হয়েছে। কিন্তু কোনো রিপোর্টই এখনো তিনি হাতে পাননি।
গত ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শাকেরের মা অভিনেত্রী কবরী। তার দুটি ফুসফুসই শতভাগ সংক্রমিত হয়েছিল। পজিটিভ রিপোর্ট নিয়ে গত ৫ এপ্রিল তিনি প্রথমে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার তাগিদ দেন।
কিন্তু কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় গত ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কবরীর বয়স হয়েছিল ৭০ বছর।
হাসপাতালে ভর্তি থাকাকালীন ছেলে শাকের চিশতীই দেখাশোনা করেছেন করোনা আক্রান্ত কবরীর। অনেক দৌড়াদৌড়ি করে মাকে তিনি কুর্মিটোলা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করান। কবরীর মৃত্যুর পর তার শেষবিদায়ের সকল কাজও করেন শাকের। দুদিন পরই তার শরীরে করোনার উপসর্গ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho