
ভারতে হু হু করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও বালাই নেই সচেতনতার। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে নয়াদিল্লি। করোনা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী লকডাউন জারি করতে বাধ্য হয়েছে রাজ্যটির সরকার। শুধু তাই নয়, স্কুল বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন>>>ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন
মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে আগামী ৯ জুন পর্যন্ত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে নয়াদিল্লি সরকার। এতে করে সংক্রমণের লাগাম টানা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভারতে করোনায় রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর পর কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে বিভিন্ন রাজ্য। এদিকে, আগামী পহেলা মে থেকে ১৮ বছরের ওপর বয়সীদের টিকা দেয়া শুরুর কথা জানিয়েছে মোদি সরকার।
দিল্লি সরকার সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণার পর মদের দোকানে মানুষের ভিড় লেগে যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে মদ কিনতে হুমড়ি খেয়ে পড়েন তারা। ক্রেতাদের সামলাতে পুলিশকেও হস্তক্ষেপ করতে দেখা যায়।
আরও পড়ুন>>>কয়েক মাসেই নিয়ন্ত্রণে আসবে করোনা: ডব্লিউএইচও
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লির হাসিপাতালগুলোতে আর করোনা রোগী নেওয়ার মতো পরিস্থিতি নেই। আমরা চাই না দিল্লির মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তার ধারে মারা যাক। সবকিছু বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
নয়াদিল্লির পাশাপাশি বিভিন্ন রাজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উত্তর প্রদেশের পাঁচটি শহরে লকডাউন আরোপে হাইকোর্ট নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার।
তবে করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকেই সবচেয়ে বড় হাতিয়ার আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী পহেলা মে থেকে ১৮ বছরের ওপরে সবাইকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho