
এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৬ বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, যখন ওই ভিডিওগুলো ডাউনলোড হচ্ছিল তখন ওই ব্যক্তি বাড়িতে থাকা খাবারও খায়।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম জনাথন হোসে রুইজ। ২২ বছর বয়সী এই যুবক অরেঞ্জ শহরে ওই বাড়িতে চুরি করতে ঢোকে। এরপর সেই বাড়িতে থাকা একটি ল্যাপটপ দিয়ে পর্ন ভিডিও ডাউনলোড করে। ল্যাপটপটির ওপর বীর্যও লেগেছিল।
পরে আদালতে নিজের দোষ স্বীকার করেন রুইজ। আদালত রুইজকে ৬ বছর ৮ মাসের কারাদণ্ড দেন। অরেঞ্জ পুলিশ বিভাগের ফিল ম্যাকমুলিন বলেন, জনাথন শুধু ওই বাড়িতে প্রবেশই করেননি। তিনি পর্ন ভিডিও ডাউনলোড করেছে এবং দুধ এবং বিস্কুট খেয়েছে। রুইজকে গ্রেপ্তারের সময় তার কাছে ওই কলেজ ছাত্রীদের দুটি আন্ডারওয়্যারসও পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho