
পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। কোথাও লাইট কার্ফু, কোথাও আংশিক লকডাউন। খোদ দিল্লিতে জারি হয়েছে লকডাউন। বৃহস্পতিবার সকালের হিসেব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮। সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ০৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার শিকার হয়ে মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জন।
আরও পড়ুন >>>ভারতে অক্সফোর্ডের টিকা নিয়ে ১০ হাজারে মাত্র ৪ জন আক্রান্ত হচ্ছে
দেশের ৫ রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গতবারের মতো এবারও আক্রান্তের সংখ্যার শীর্ষে রয়েছে মরারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৭ জন, কেরলে ১১ লাখ ৯৭ হাজার ৩০১, কর্ণটাকে ১১ লাখ ০৯ হাজার ৬৫০, তামিলনাড়ুতে ৯ লাখ ৬২ হাজার ৯৫৩, অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ৪২ হাজার ১৩৫ জন। আজ সম্ভবত সন্ধেতেই লকডাউন ঘোষণা করতে পারেন উদ্ধব ঠাকরে।
অন্যদিকে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি। অরবিন্দ কেজরিওয়ালেরা রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৩৮ জন। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। সূত্র : জি নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho