
বিজেপি অভিযোগ করছে, বেলা ১১ টা নাগাদ এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী আদর্শ শিক্ষায়াতনবুথে ঢুকতেই ঝামেলা শুরু হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজিও শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন জওয়ানরা। এই সময়েই গুলি চলে। বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নয় গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই।
এখানেই শেষ নয়। দিনভর উত্তপ্তই থেকেছে। গতকাল রাতেই দিঘড়া-মালিকবেড়িয়া পঞ্চায়েত এলাকায় কাহারপাড়া ৮৫, ৮৬ নম্বর বুথের স্থানীয় বিজেপি নেতা অনিমেষ দেবকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই বিজেপি নেতা বাড়ির সামনেই রাতে দাঁড়িয়ে ছিল। তখন অতর্কিত হামলা চালায় ওই যুবকরা । আহত যুবকের চিকিৎসা হয় সব্দালপুর গ্রামীণ হাসপাতালে ।
পাশাপাশি অশোকনগর ভুরকুন্ডা পঞ্চায়েত দোগাছিয়া ২৭ ও ২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্পে ঢুকে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। তৃণমূলের দাবি, ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে দলীয় ক্যাম্প করেছিল তারা। আচমকা তাদের উপরে পুলিশ এসে লাঠিচার্জ করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho