
ঘটনাটি বরিশালের বানারীপাড়ায়। রবিবার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঘটনাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারী একই এলাকার ইয়ার হোসেন নামে এক ব্যক্তিকে তিনি বিয়ে করেছিলেন।বিয়ের পর স্বামী কারণে-অকারণে তাকে শারীরিক অত্যাচার-নির্যাতন করতেন। তিনি আর সহ্য করতে পারছিলেন না। বাধ্য হয়ে তার সঙ্গে বিয়ে বিচ্ছেদ করেন ওই নারী। দুষ্ট স্বামী তা মেনে নিতে পারছিল না। তাই তাকে একদিন বরিশাল জেলখানার মোড় থেকে জোর করে তুলে নিয়ে যায়। তার হাত পা বেঁধে তাকে নিপীড়ন করে। তার নগ্ন ছবি ধারণ করে রাখে এবং তা দিয়ে তাকে হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারী বিষয়টি তিনি পুলিশকে জানান। এক পর্যায়ে এই বিষয়টি জানিয়ে তিনি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজ’ এর ইনবক্সে বার্তা পাঠান।
পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম শাখা তার বার্তাটি পেয়ে বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এবং কী ব্যবস্থা নেওয়া হলো তা জানাতে। তার প্রেক্ষিতে, ওই নারীর স্বামীকে থানায় ডাকা হয়। নারীকেও উপস্থিত থাকতে বলা হয়। তার অভিযোগের বিপরীতে অভিযুক্তের বক্তব্য শোনা হয়। বক্তব্য সন্তোষজনক এবং অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় অভিযুক্তকে তখনই গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থাও নেওয়া হয়।
সাবেক স্বামীর নিপীড়ন-নির্যাতন থেকে মুক্তি পেয়ে ওই নারী সন্তোষ প্রকাশ করেন। তিনি পুলিশকে লেখেন, ‘আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি সঠিক বিচার পেয়েছি। আপনাদের ঋণ শোধ করার মত আমার তৌফিক নেই, কিন্তু ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের জন্য নামাজে বসে দোয়া করে যাবো।’
ওই নারী আরও লেখেন, ‘আমার পিতা ও বড় ভাই না থাকার কারণে আমাকে জোর করে তুলে নিয়ে মুখ বেঁধে ইচ্ছামত মারধর করেছে। আমি এখনো রাতে ঘুমাতে পারি না তার সে মাইরের ভয়ে। ইনশাআল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের জন্য দোয়া করে যাবো। মহান আল্লাহ যেনো আপনাদেরকে আমাদের মত অসহায় নারীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho