ফয়েজ আহম্মেদ ## কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার কারণে এবারও ঈদের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে পড়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে সরকার।
গেলো বছরের মতো স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত আসতে পারে।
আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সভা করে ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আসছে ১৩ বা ১৪ মে দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গণমাধ্যমকে বলেন, আমি মনে করি ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গেলো বছরের মতোই থাকবে। আরও কঠিন হয়তো হবে না। আমরাও চাই গেলো বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। পরশু দিন আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসলে এবারের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গেলো বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho