
রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় খেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন বিকেলে মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটায় অভিযুক্ত আসিফ। পরে শিশুটির মরদেহ বাড়ির পাশে ভুট্টাখেতে রেখে আসেন তিনি। এ ঘটনায় ঘাতক আসিফকে আটক করেছে পুলিশ।
নিহত আহসান হাবিব (৬) ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আটককৃত আসিফ একই গ্রামের মো. নাজির হোসেনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৫ এপ্রিল) বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও আহসান হাবিব ঘরে না ফেরায় তার বাবা-মা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যায় আসিফও এসে জানায় আহসানকে সন্ধ্যার আগে থেকে সেও দেখতে পায়নি। আহসানের বাবা আসিফের কাছে জানতে চায় সর্বশেষ তাকে কোথায় দেখেছে সে। জবাবে আসিফ নির্মানাধীন বাড়ির কথা জানালে ওই বাড়ির কাছে এসে আহসানের জুতা দেখতে পায় তার বাবা। আহসান হাবিবের বাবা আসিফকে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে আসিফ আহসানকে খুন করার দায় স্বীকার করে।
এর পরে তার কথামতো ভুট্টা ক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। এ সময় তারা আসিফকে আটকে রেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিস্কুট খেয়ে ফেলার রাগ থেকে আসিফ আহসানকে খুন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho