
এই ঘোষণার অল্প পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রাঙ্গনে বলেন, সিডিসি এই ঘোষণা দিতে পেরেছে কারণ আমাদের বিজ্ঞানিরা এই উপাত্তে সন্তুষ্ট যে এই ভাইরাসে সংক্রমিত হওয়া কিংবা অন্যকে সংক্রমিত করার আশংকা খুব, খুব কম। আপনারা যদি টিকা গ্রহণ সম্পন্ন করেন এবং বাইরে যান তা হলে সিডিসি বলেছে যে, টিকা গ্রহণ সাপেক্ষে বাইরের কোন কোন কাজ নিরাপদ কিংবা কম নিরাপদ। খবর ভয়েস অব আমেরিকার
আরও পড়ুন >>> এবার মোদির পরিবারে করোনার হানা
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।
জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনো সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও মাস্ক পরা প্রয়োজন।
বাইডেন এ পর্যায়ে যারা টিকা নেননি তাদের প্রতি এই আবেদনও রাখেন যে মাস্ক পরিধানের এই শিথিল নির্দেশিকার একটি বড় কারণ হচ্ছে টিকা গ্রহণ।
মঙ্গলবার পর্যন্ত, সিডিসির হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ মানুষ সম্পূর্ণ ভাবে টিকা নিয়েছেন এবং ৪২ শতাংশ অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। করোনা মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho