মামুন বাবু, স্পোর্টস রিপোর্টার ## রানের জোয়ার বইয়ে দেয়া সিরিজের প্রথম টেস্টটা ড্র হয়েছিল। টানা পাঁচ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়াই করে পাওয়া ড্র বাংলাদেশ শিবিরে ফিরিয়েছে আত্মবিশ্বাস। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও ২০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। লঙ্কা সফরে টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি।
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে মুমিনুল হকের দল। সিরিজ জেতার লক্ষ্যেই আজ সফরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
বুধবার হেড কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছেন, সিরিজ জয়েই চোখ রাখছে তার শিষ্যরা। ড্র নয়, জয় চাই বাংলাদেশের। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রোটিয়া কোচ গতকাল বলেছেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি, এর জন্য অনেক ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি। অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’
আরও পড়ুন >>> ছিলেন মুম্বাইয়ে, হয়ে গেলেন ব্যাঙ্গালুরুর
প্রথম টেস্টের মতো একতরফা ব্যাটিং উইকেট থাকার সম্ভাবনা নেই। ইতিমধ্যে ঐ উইকেটকে ‘গড়পড়তা মানের নিচে’ বলে অ্যাখ্যায়িত করেছে আইসিসি। যার ফলে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছে পাল্লেকেলের উইকেট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho