বিনোদন ডেস্ক ## বর্তমান সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির অপেক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে কোটি কোটি দর্শক। তার ভিড়ে এবার এলো দারুণ এক খবর। ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে যশ চোপড়ার বিপরীতে দেখা মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহির। এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্রমতে।
তবে সিনেমাটির অফিশিয়াল সূত্রমতে এখনো কোনো কিছু না জানানো হয়নি এ ব্যাপারে।

‘কেজিএফ চ্যাপটার টু’- এর খুব কাছের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হায়দ্রাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে। গত ফেব্রুয়ারিতে এতে অংশ নেন নোরা ফাতেহি।
প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন যশ, সঞ্জয় দত্ত, সৃনিধি শেঠি, প্রকাশ রাজসহ আরো অনেকে। আসন্ন ১৬ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য, ‘কেজিএফ চ্যাপটার টু’ হিন্দি ভাষার ডাবিং যশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যশ মনে করছেন তার হিন্দি উচ্চারণ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আর তাই তার বদলে সিনেমায় হিন্দি ডাবিং করছেন সংকত মাহরী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho