
বার্তাকন্ঠ ডেস্ক ## সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষে আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এ মন্তব্য করেন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজের খবরে বলা হয়েছে, চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।
সিরিয়ায় বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে বলে দেশটির পার্লামেন্ট স্পিকার হামুদা আস-সাব্বাগ খবর দিয়েছেন। মোট ভোটের ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে, রাজধানী দামেস্কসহ সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho