
বার্তাকন্ঠ ডেস্ক ## ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর আম্পানের ত্রাণ বিতরণ ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পথে হাঁটতে চাইছেন তিনি।
শুক্রবার (২৮ মে) ইয়াস পরবর্তী ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে মোদি-মমতার।
ঘূর্ণিঝড় আম্পানের পর ক্ষতিপূরণের অর্থ নিয়ে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছিল মমতা সরকারের বিরুদ্ধে। ত্রাণ বিতরণে সেই দুর্নীতির কথা স্বীকার করে তদন্ত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আম্পান থেকে শিক্ষা নিয়ে এবার ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি ও ক্ষতিপূরণের অর্থ দিতে নতুন কৌশল নিয়েছেন মমতা।
আম্পানে ক্ষতিগ্রস্তদের ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন মমতা। আর তাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই সরকারি ত্রাণের টাকা পাননি। বিজেপি অভিযোগ করে অর্থ পেয়েছেন তৃণমূল সমর্থক কিংবা তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরা।
তবে এবার মমতা বলেছেন, ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদন খতিয়ে দেখা হবে। যাচাই বাছাই শেষে ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে পৌঁছে যাবে।
গত বছর আম্পানের পর দুর্যোগ নিয়ে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়েছিলেন মোদি-মমতা। দুর্যোগকালীন পরিস্থিতির মধ্যেও মোদি মমতার বৈঠক নিয়ে ইয়াস নিয়ে রাজনীতি শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho